দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারের দাম সব চেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২০.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ২২.৮৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্যা ঢাকা ডাইংয়ের শেয়ারের দর কমেছে ২২.৩৫ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ২২.২২ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ২০.২৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১৮.৪৭ শতাংশ, শ্যামপুর সুগারি মিলসের ১৩.১৩ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১২.৯৮ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১২.৮৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে ১২.২১ শতাংশ এবং ইয়াকিন পলিমালের ১০.৩৩ শতাংশ শেয়ারের দাম কমেছে।