দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগি প্রবেশ করায় মালিক মাকছুদা বেগমকে অফিসে ডেকে এনে ধমকানোর অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের বিরুদ্ধে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি মাকছুদা বেগম নিজেই জানিয়েছেন।
মুরগির মালিক মাকছুদা বলেন, গত সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে তার মুরগি প্রবেশ করে। এসময় মুরগিটি ধরে বেঁধে রাখেন ইউএনও এবং তার পিওন। আমাকে পরেরদিন ইউএনও অফিসে গিয়ে মুরগি আনতে পিওনকে দিয়ে বলে পাঠান ইউএনও। আমি উপজেলা অফিসে গেলে মুরগি কেন পরিষদে আসে, এই বলে বকাবকি করেন ইউএনও।
ইউএনও কার্যালয়ের পিওন লাভলী বেগম বলেন, ইউএনও স্যারের নির্দেশে মুরগিটি আটকে রাখা হয়েছিল।
জানতে চাইলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, আমি মুরগির মালিককে ডেকেছিলাম। উপজেলা পরিষদের পরিবেশ সুন্দর রাখাতে এখানে মুরগি না চড়ানোর জন্য তাদের বলেছি।
হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, বিষয়টি ছোট, তবে দুঃখজনক। মুরগির মালিকসহ মহল্লাবাসী আমার কাছে এসেছিলেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করবো।