বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পৃথক স্থানে এসব ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২ ডিসেম্বর) রাতে তিনটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান রাইজিংবিডিতে বলেন, সায়দাবাদ, আগারগাঁও ও গাবতলী এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
জানা গেছে, শনিবার রাত ১০টা ৪৮ মিনিটে সায়েদাবাদ এলাকার একটি স্কুলের গলির অভিমুখে দাঁড়িয়ে থাকা বাসটিতে কে বা কারা আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটির সিট ভস্মীভূত হয়ে যায়। এর কিছু সময় পর গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সোয়া ১১টার দিকে আগারগাঁও বেতার ভবনের সামনে ভূইয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।