শুটিং সেটে আহত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং চলাকালীন আঘাত পান তিনি। আপাতত সিনেমাটির শুটিং বন্ধ ঘোষণা করেছেন পরিচালক সুকুমার।
একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘‘জাতারা উৎসবের’ ‘পুষ্পা টু’ সিনেমার একটি গান ও অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন আল্লু অর্জুন। এ সময় পিঠে আঘাত পান; ফলে পিঠে ব্যথা শুরু হয়। তারপরও আল্লু অর্জুন শুটিং চালিয়ে যেতে চাইলে রাজি হননি পরিচালক। আল্লু অর্জুন সুস্থ হলে ফের শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।’’
ইন্ডিয়া টিভি জানিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়ে পিঠে গুরুতর আঘাত পেয়েছেন আল্লু অর্জুন। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবার শুটিং শুরু হবে। তবে সবকিছুই নির্ভর করছে আল্লু অর্জুনের সুস্থতার উপর।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।
বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।