দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। লু আভ্রর ফরোয়ার্ড জশু কাসিমিরকে বাজেভাবে ফাউল করার ঘটনায় এই শাস্তি পেয়েছেন তিনি। বুধবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।
ঘটনা গত রোববারের (৩ ডিসেম্বর)। লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষের মাঠে পিএসজির ২-০ গোলে জয়ের ম্যাচের দশম মিনিটে কাসিমিরকে বাজেভাবে ফাউল করেন দোন্নারুম্মা। তখনই সরাসরি লাল কার্ড দেখেন এই ইতালিয়ান গোলরক্ষক। এবার সব বিবেচনা করে তাকে নিষিদ্ধ করলো কর্তৃপক্ষ।
লিগে পিএসজির পরের দুই ম্যাচে নিস ও লিলের বিপক্ষে। নিষেধাজ্ঞার ফলে এই দুই ম্যাচে খেলতে পারবেন না দোন্নারুম্মা। তবে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তার খেলতে কোনো বাধা নেই।
দোন্নারুম্মার নিষেধাজ্ঞা অবশ্য পিএসজির জয়ের পথ বাধা হচ্ছে না। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে চার দলের তালিকায় দুইয়ে আছে তারা।