বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর প্রভাবে ভারতের চেন্নাইয়ে বৃষ্টি হচ্ছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চেন্নাইয়ের অনেক আবাসিক এলাকা। পানি ঢুকেছে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের বাড়িতে।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, চেন্নাইয়ের পোয়েস গার্ডেন হাউজে বসবাস করেন রজনীকান্ত। ভারী বৃষ্টিপাতের ফলে এ তারকা অভিনেতার বাড়িতেও পানি ঢুকেছে। তবে এ মুহূর্তে চেন্নাইয়ের বাড়িতে নেই রজনীকান্ত। শুটিংয়ের কাজে তামিল নাড়ুর তিরুনেলভেলি রয়েছেন তিনি।
রজনীকান্তের বাড়ি ও সামনের রাস্তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, রজনীকান্তের বাড়ির সামনের রাস্তা পুরোটা তলিয়ে গেছে, পানি ঢুকেছে তার বাড়িতে।
রজনীকান্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার’। দীর্ঘ দুই বছর পর এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরেন এই অভিনেতা। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। বর্তমানে তার হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে।