খেলাধুলা

বল হাতে মালিঙ্গার রেকর্ড ভাঙলেন অ্যাডায়ার

বৃহস্পতিবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এই ম্যাচে বল হাতে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২টি উইকেট নেন আইরিশ পেসার মার্ক অ্যাডায়ার।

এর মধ্য দিয়ে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি। এ যাত্রায় পেছনে ফেলেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গাকে। লঙ্কান পেসার ৭৬ ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন। অ্যাডার অবশ্য তার চেয়ে ৪ ম্যাচ কম খেলে মাইলফলক ছুঁয়েছেন।

এই তালিকায় শীর্ষে আছেন রশিদ খান। তিনি মাত্র ৫৩ ম্যাচেই ১০০ উইকেট তুলে নিয়েছিলেন। এছাড়া নিউ জিল্যান্ডের ইশ সোধী ৭৮ ম্যাচে এবং বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৮১ ম্যাচে শিকার করেছিলেন ১০০ উইকেট।

অ্যাডায়ারের মাইলফলক ছোঁয়ার দিনে অবশ্য জয় পায়নি আয়ারল্যান্ড। শেষ ওভারের শেষ বলে জিম্বাবুয়ের কাছে তারা হেরে গেছে ১ উইকেটে। আগে ব্যাট করে আইরিশরা ৮ উইকেটে ১৪৭ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।