ক্যাম্পাস

১৭ ডিসেম্বর থেকে যবিপ্রবি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

আগামী ১৭ ডিসেম্বর থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘আন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী)-২০২৩’ শুরু হতে যাচ্ছে। ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩’ এর আয়োজক কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি যবিপ্রবি ‘আন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩’ আয়োজক কমিটির সদস্য সচিব এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠি বলা হয়, যেসব বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী তাদেরকে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে বিভাগীয় প্রধানের মাধ্যমে শরীরচর্চা শিক্ষা দপ্তর বরাবর সম্মতিপত্র প্রেরণের জন্য বলা হলো।

প্রতিযোগিতার ছাত্র ইভেন্ট কার্ড ডিউস বলে এবং ছাত্রী ইভেন্ট টেপ টেনিস বলে অনুষ্ঠিত হবে। এছাড়া খেলোয়াড়দের প্রয়োজনীয় সব ধরনের সেফটি কিটস ‘শরীরচর্চা শিক্ষা দপ্তর’ থেকে সরবরাহ করা হবে বলে জানানো হয় চিঠিতে।