বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বিএনপির আর হারানোর কিছু নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। পেছানোর মতো জায়গাও নেই। এখন বাঁচতে হলে বীরের মতো বাঁচতে হবে। এ ছাড়া আর উপায় নেই।’
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী নগরীর বাটার মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্নভাবে ‘নির্যাতনের’ শিকার বিএনপির নেতাকর্মীদের স্বজনেরাও অংশ নেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রুখে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। এ অবস্থায় তাঁর কিছু হলে সরকারকে দায়ভার গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, চড়ামূল্যে খেসারত দিতে হবে।’
তিনি বলেন, ‘প্রতিদিন বিএনপির নেতাকর্মীদের বিনা কারণে আটক করে কারাগারে নিচ্ছে এই সরকার। সেইসঙ্গে হুমকি-ধামকি দিয়ে আইন শৃংখলাবাহিনী টাকা আদায় করছে। গত ২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত রাজশাহীতে ১ হাজার ৮০০ নেতাকর্মীকে বিনা কারণে কারাগারে রেখেছে। দেশব্যাপী ১৮৭ জনকে গুম করা হয়েছে।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার প্রমুখ।