সারা বাংলা

বাগেরহাটে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাটে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাটে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শহরের প্রধান বাজারে অভিযান পরিচালিত হয়। এসময় ১৭০ থেকে ১৮০ টাকায় পেঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ীদের মোট ৫০০০ টাকা জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

আবদুল্লাহ আল ইমরান বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবাইকে পেঁয়াজের ক্রয় ও বিক্রয় মূল্য প্রকাশ্যে টানিয়ে দিতে বলা হয়েছে। প্রতি কেজি পেঁয়াজে সর্বোচ্চ ১০ টাকা লাভে ব্যবসায়ীদের বিক্রি করতে বলা হয়েছে। বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করে, ভোক্তাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।