বাংলাদেশের বাজারে নতুন গ্রাফিক্স সমৃদ্ধ ম্যাক্স ১২৫ নিয়ে এসেছে টিভিএস অটো বাংলাদেশ। রোববার বাইকটি লঞ্চ করেছে টিভিএস কর্তৃপক্ষ।
এই সেগমেন্টের গ্রাহকদেরর চাহিদার প্রতি লক্ষ্য রেখে বাইকটিতে বেশ কিছু আধুনিক বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।
নতুন সংস্করণের এই টিভিএস ম্যাক্স ১২৫-এ রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, নতুন গ্রাফিক্স, টিউবলেস টায়ার এবং উন্নত মাফলার। টিভিএস ম্যাক্স অবশ্য ইতিমধ্যে সামঞ্জস্যপূর্ণ জ্বালানি সাশ্রয়, নান্দনিক স্টাইল, স্থায়িত্ব এবং সাশ্রয়ী মূল্যের জন্য মোটরসাইকেল প্রেমীদের মাঝে সুপরিচিত।
১২৪ দশমিক ৫৩ সিসির ইকোথ্রাস্ট ফোর স্ট্রোক ইঞ্জিনের ম্যাক্স ১২৫ বাইকটি ৮০০০ rmp-এ ১১ BHP শক্তি এবং ৫৫০০ rmp-এ ১০ দশমিক ৮ Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। ব্রেকিংয়ের ক্ষেত্রে বাইকের ফ্রন্টে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম। বাইকটির ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক এবং পেছনে সিরিজ স্প্রিং সাসপেনশন। এই মোটরসাইকেলটির সিটের নিচে নিরাপদ স্টোরেজ স্পেস রয়েছে। আধুনিক সুবিধা হিসাবে ইউএসবি পোর্টের মাধ্যমে ফোন চার্জ দেওয়ার সুবিধা রয়েছে।
মোটরসাইকেলটির দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৫ হাজার ৯৯৯ টাকা।