দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে তিনটি সংসদীয় আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। শুধু নাটোর-২ আসন থেকে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
রোববার (১৭ ডিসেম্বর) নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন প্রার্থীরা।
মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান আনিস, নাটোর-৪ আসনে জাকের পার্টির রবিউল করিম, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগম এবং নাটোর-৩ আসনে জাকের পার্টির রাকিবা হক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তাদের কাছে চারটি আসনে মোট ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাছাইয়ে ১২ জন প্রার্থীকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু নাছের ভূঁঞা বাতিল ঘোষণা করেন।