মানিকগঞ্জে তিনটি আসনে ২০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রেহানা আকতার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
জানা গেছে, মানিকগঞ্জ-১ আসনে ৬ জন, মানিকগঞ্জ-২ আসনে ১০ ও মানিকগঞ্জ-৩ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলার তিনটি আসনে ৩৩ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আপিল করে ৬ জন প্রার্থিতা ফিরে পান। তবে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর, শিবালয়) দলীয় প্রার্থী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাকের পার্টির প্রার্থী দ্বীন মোহাম্মদ খান, জাতীয় পার্টির হাসান সাঈদ, জাসদের আফজাল হোসেন খান জকি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর) জাসদের রফিকুল ইসলাম খান তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদিকে, মানিকগঞ্জ-৩ আসনে (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) জাকের পার্টির দ্বীন মোহাম্মদ খান, জাসদের সৈয়দ সারোয়ার আলম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।