বিএনপি ৭ জানুয়ারি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তাদের চেষ্টা যাতে দেশের জনগণ ভোট দিতে না পারেন। তাই আমাদের বেশি করে ভোট দিতে হবে এবং বেশি করে ভোট কেন্দ্রে আসতে হবে। যত বেশি ভোট তত বেশি উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী জাহিদ মালেক।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও শান্তি অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। দেশের মানুষ জ্বালাও-পোড়াও, বোমা হমলা ও অগ্নি সন্ত্রাস চায় না।
এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।