খেলাধুলা

মেলবোর্ন টেস্টের আগে পাকিস্তানের জন্য দুঃসংবাদ

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল পেসার খুররম শাহজাদের। বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান। ইনজুরির কারণে বক্সিং ডে টেস্টে এই পেসারকে পাচ্ছে না সফরকারীরা।

খুররমের পিঞ্জরাস্থি (রিব বোন) ও পেটের পেশিতে চিড় ধরা পড়েছে। সে কারণে তিনি মেলবোর্ন টেস্টে খেলতে পারবেন না।

তাকে অস্ট্রেলিয়ায় একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হবে। এরপর তিনি দেশে ফিরে যাবেন এবং লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।

প্রথম টেস্টে খুররম বেশ উজ্জীবিত বোলিং করেন। ৫ উইকেট শিকারের পথে দুই-দুইবার আউট করেন স্টিভেন স্মিথকে।

এদিকে সৌদ শাকিল ইনজুরিতে পড়া খুররমের জন্য দুঃখ প্রকাশ করে তার বিকল্প খেলোয়াড়ের নাম প্রকাশ করেছেন। শাকিল মনে করছেন মীর হামজা অথবা হাসান আলী তার পরিবর্তে মেলবোর্ন টেস্টে জায়গা পেতে পারেন। অস্ট্রেলিয়ার উইকেটে তাদের দুজনের ভালো করার সামর্থ রয়েছে বলে জানিয়েছেন পার্থ টেস্টে ২৮ ও ২৪ রান করা শাকিল।