দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আশিংক) আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমকে সমর্থন দিয়েছে সেনবাগ উপজেলা জাতীয় পার্টির (জাপা) একাংশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা হয়।
সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলম, সার্ক চেম্বার অব কমার্সের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. হারুন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর বলেন, ‘সেনবাগ উপজেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। আমরা নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করব। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমকে বিজয়ী করব।’
মতবিনিময় সভায় সেনবাগ উপজেলা জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।