খেলাধুলা

৫২ ধাপ এগোলেন সৌম্য, শান্ত-শরিফুলের উন্নতি

নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে ফর্ম ফিরে পেয়েছেন সৌম্য সরকার। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে দেখিয়েছেন ভেলকি। দুর্দান্ত পারফর্ম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও। ব্যাটারদের তালিকায় ৫২ ধাপ এগোলেন বাংলাদেশী ওপেনার। সেই সঙ্গে উন্নতি হয়েছে পেসার শরিফুল ইসলামের।

নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে রেকর্ড গড়া ১৬৯ রানের ইনিংস খেলেছেন সৌম্য। তবে দলকে জেতাতে পারেননি। এমন পারফর্ম্যান্সেই আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে ৫২ ধাপ এগিয়ে ১১১তম স্থানে অবস্থান করেছেন এই বাঁহাতি। 

সৌম্যর মতো ব্যাটিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তরও। প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও তৃতীয় ওয়ানডেতে রানের দেখা পেয়েছেন তিনি। কিউইদের ৯ উইকেটে হারানোর দিনে খেলেছিলেন অপরাজিত ৫১ রানের ইনিংস। এমন ব্যাটিংয়ে ৯ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক।

বোলারদের মধ্যে ভালো উন্নতি হয়েছে পেসার শরিফুল ইসলামের। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। তাতে করে ২৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের আর কারো অবস্থানের কোনো নড়চড় হয়নি।