বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার এন্ড স্কুলে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে ভিডিও টেলি কনফারেন্সে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
এসময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ নিতে ইএমই কোরের সদস্যরা সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাবাহিনীর আধুনিকায়নে সার্বক্ষণিক দিক নির্দেশনা ও সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আন্তর্জাতিক পরিমন্ডলে ভূমিকা রাখায় ইএমই কোরের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।