রাজধানীর আদাবর থানার উত্তর পাশে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী প্রান্ত হাসান বলেন, ঘটনার সময় ওই নারী হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে তিনি রাস্তায় পড়ে থাকেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ওই বৃদ্ধার নাম পরিচয় জানতে পারেনি। গাড়িটিও জব্দ করা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।