বিনোদন

বছর শেষে ইউটিউব ট্রেন্ডিংয়ে অপূর্বর নাটক

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বছর জুড়েই নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। চলতি বছরে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। বছরের শেষ লগ্নে ইউটিউবে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পথে হলো দেরি’ শিরোনামে দীর্ঘ একক নাটক; যা এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ অংশে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় দেড়ঘণ্টা ব্যাপ্তির এই বিশেষ প্রজেক্ট গত ২৪ ডিসেম্বর সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। তিন দিনে নাটকটির ভিউ হয়েছে প্রায় ৬৪ লাখের বেশি; দর্শকরাও ভূয়সী প্রশংসা করছেন।

পুরো নাটকের দৃশ্যধারণের কাজ হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে। যার ফলে গল্পের বাইরেও পুরো নাটকটিকে ‘বিউটিফুল বাংলাদেশ’-এর অন্যতম স্মারকও বলা যেতে পারে। আহমেদ রনি নামে একজন লেখেন, ‘২০২৩ সালের শেষে এসে এমন একটা নাটক দেখতে পারব ভাবিনি। এত নিখুঁত অভিনয়। এই বছরের সেরা একটা নাটক।’

পাপিয়া ঘোষ লেখেন, ‘নাটকের ফিলিংসগুলো যেন নিজেই অনুভব করছিলাম। আবার যেন নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করলো। হার্ট টাচিং।’ ফয়সাল লেখেন, ‘নাটকটা দেখে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। সবাই যদি এরকম ভালোবাসার মানুষকে খুব সহজেই পেয়ে যেত।’ মাসুদ রানা লেখেন, ‘নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ভালোবাসার মানুষটির কথা মনে পড়ছে।’

নাটকটির জনক জাকারিয়া সৌখিন বলেন, ‘আমরা চেয়েছি বছর শেষে সবাই মিলে একটা মনের মতো প্রজেক্ট করতে। মনের মতো মানে, বেশিরভাগ সময়ে তো দর্শক চাহিদা বা ভিউ চিন্তা করে কাজ করতে হয়। তবে এবার আমরা অনেকগুলো মানুষ এক হয়েছি একটা নিজেদের মতো প্রজেক্ট করার। এই আমরা হলাম- আমি, শিল্পী ও প্রযোজক। তিন পক্ষ এক হয়েই কাজটি করেছি এবং এটি করার জন্য আমরা যে পরিমাণ এফোর্ট দিয়েছি, সেটি দিয়ে এখন আর নাটক হয় বলে আমার মনে হয় না। দিন শেষে দর্শক ও সমালোচকদের পক্ষ থেকে যে প্রতিধ্বনি পাচ্ছি, তাতেই আমরা হ্যাপি। এমন সাড়া পেলে সত্যিই মনে হয়, দেশে রুচিশীল দর্শকের সংখ্যা এখনও সর্বাধিক।’

নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তটিনী। তা ছাড়াও অভিনয় করেছেন—মনোজ প্রামাণিক, সালাহ খানম নাদিয়া প্রমুখ।