বিনোদন

‘বিদেশ যাচ্ছি, বলা যাবে না সিক্রেট!’ 

বাপ্পি চৌধুরী পর্দায় আসছেন- ভক্তরা এ খবর শুনে নড়েচড়ে বসেছিলেন। বিগ বাজেটের বড় নির্মাতা প্রতিষ্ঠানের সিনেমা। গল্প আমাদের গর্বের মুক্তিযুদ্ধকে ঘিরে। ফলে ভক্তদের প্রত্যাশা বাড়ছিল। 

কিন্তু হঠাৎ এলো দুঃসংবাদ। সিনেমা থেকে সড়ে দাঁড়ালেন বাপ্পি। অথবা তাকে সারিয়ে দেয়া হলো। সে যাই হোক- কারণটা বাপ্পি লুকোননি। বলেছেন খোলামেলা কথা। এ নিয়ে স্বাভাবিকভাবেই জল ঘোলা কম হয়নি। সেই সংবাদের রেশ কাটকত না কাটতেই জানা গেল ব্যক্তিগত কারণে দেশের বাইরে যাচ্ছেন এই নায়ক। কিন্তু এবার এ বিষয়ে মুখে খিল এঁটেছেন বাপ্পি চৌধুরী- একেবারে স্পিকটি নট!

বাপ্পি চৌধুরী রাইজিংবিডির সঙ্গে আলাপকালে বলেন, ‘বর্তমানে অফিস করছি।  ভালো লাগছে। আগামীকাল দেশের বাইরে যাচ্ছি। ৪ জানুয়ারি ফিরবো।’

কোথায় যাচ্ছেন? জানতে চাইলে বলেন, ‘বলা যাবে না একটু সিক্রেট!’

বছরখানেক হলো বাপ্পী নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না। এমনকি তার অভিনীত প্রায় পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও সেগুলোর মুক্তি অনিশ্চিত। এ প্রসঙ্গে অবশ্য খোলামেলা কথা বলেছেন বাপ্পী চৌধুরী। 

এই নায়কের ভাষ্য : ‘দরকার হলে আরও দেরি করবো কিন্তু ভালো ছবি ছাড়া করবো না। আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি। যদি আমি সিনেমাগুলো ছেড়ে না দিতাম অনেকেই কাজ পেত না। তার মানে এই না যে আমি নতুন ছবি পাচ্ছি না। আমি আসলে ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সময় নিচ্ছি।’

এটুকু বলেই থেমে যাননি বাপ্পি। এরপর যা বললেন তা অনেকটাই বোমা ফাটার মতো! ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, ‘ইন্ডাস্ট্রির অনেকেই পিছনে লেগেছে।  আমাকে ডাউন করলে ইন্ডাস্ট্রির লোকসান, ইন্ডাস্ট্রি একজন হিরো হারাবে। ইন্ডাস্ট্রি আগাতে হলে বছরে দুটো ছবি হিট হলে চলবে না, বাণিজ্যিক ধাঁচের কমপক্ষে পাঁচ-সাতটি ছবি চলতে হবে।’

‘আমার পিছনে না লেগে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবুন।’ বাপ্পি চৌধুরীর সাফ পরামর্শ।