সারা বাংলা

মিরসরাইয়ে নৌকার প্রার্থীর গণসংযোগ

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের এ হেভিওয়েট প্রার্থী মাহবুব-উর রহমান রুহেল।

এরই অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষকে সাথে নিয়ে ব্যতিক্রমী উঠান বৈঠক করছেন তিনি।

মাহবুব-উর রহমান রুহেলের উঠান বৈঠকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ অরাজনৈতিক সংগঠন এবং স্থানীয় ভোটারদেরি উপস্থিতি দেখা গেছে।

১৮ ডিসেম্বর থেকেই তিনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে মিরসরাই এর মঘাদিয়া ইউনিয়নের পথে প্রান্তরে উঠান বৈঠক করতে দেখা গেছে।