যশোরের কেশবপুরে বৃহস্পতিবার রাতে নৌকা প্রতীকের একটি নির্বাচনি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি হয়েছে পৌরসভার বায়সা নূরপুর এলাকায়। আগুনে নির্বাচনি কার্যালয়ের চেয়ার ও প্যান্ডেলের কিছু অংশ পুড়ে গেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে ওই নির্বাচনি কার্যালয়ের ২০টি চেয়ারসহ প্যান্ডেলের কাপড় পুড়িয়ে দিয়েছে। ঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হবে।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, যশোর-৬ (কেশবপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন।