দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) কামারুল আরেফিনের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) মিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাশেম জোয়ারদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, বহলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, তালবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম বলেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কামারুল আরেফিনকে সমর্থন করে তার পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে। প্রতিবার এই আসনে নৌকা প্রতীকে জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে নির্বাচিত করে এলাকার মানুষকে উন্নয়ন বঞ্চিত হয়েছে। তাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে কামারুল আরেফিনকে সমর্থন দিয়েছি। কামারুল আরেফিন মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রার্থী, সাধারণ মানুষের প্রার্থী। সে বিপুল ভোটে নির্বাচিত হবে।