সারা বাংলা

দেশের অবস্থা ভালো নেই: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই। দেশের মানুষের মানবিকতা নেই, মানসম্মান নেই, ছোট-বড় পার্থক্য নেই, সবাই বাদশা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে হযরত ছিদ্দিক তোতা শাহ কবির (রা.) এর বাৎসরিক ওরশ মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, স্বাধীন দেশে শিশুকে বেঁধে রেখে মুক্তিপণ আদায় করে, এ জন্য মুক্তিযুদ্ধ করি নাই। এটা মানুষের দেশ হয়নি। যত বড় বড় কথা বলুক, দেশে উন্নয়ন হয়েছে, দালান-কোঠা হয়েছে। সারাদিন যে কামলা দিয়ে খায়, সেই মানুষটা বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, লবণ কিনতে পারে না। আমি চাই যে মানুষ পরিশ্রম করবে, তিনি সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ।