গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনি পথসভায় ভোট চেয়ে বহিষ্কৃত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এতথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকরাম হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বহিষ্কৃত আকরাম হোসেন আজ দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসির পক্ষে নির্বাচনি পথসভায় অংশ নিয়ে ভোট চান। বিষয়টি আমরা কেন্দ্রকে অবহিত করলে তাঁকে বহিষ্কার করা হয়।