ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ৫ ঘণ্টা পর ফের শুরু হয়েছে মানিকগঞ্জে শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল।
রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার প্রকোপ কেটে গেলে সকাল পৌনে ৯ টা থেকে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, মাঝরাত থেকেই মাঝনদীতে কুয়াশার প্রকোপ বাড়তে শুরু করে। রাত সাড়ে ৩ টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দূর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় মাঝ নদীতে কবরি ও হামিদুর নামের দুটি ফেরি আটকা পড়ে। কুয়াশার প্রকোপ কেটে যাওয়ায় এ নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হযেছে।