কক্সবাজারের উখিয়ার ১১/ই নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫ ও ১১ নম্বর ব্লকে আগুনে ২৫টি বসতবাড়ি পুড়ে গেছে। রোববার (৩১ ডিসেম্বর) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্যাম্পের বাসিন্দা সৈয়দুল আমিন বলেন, রাত ২টার দিকে আগুন লাগে। এতে ১১/ই নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫ ও ১১ নম্বর ব্লকের ২৫টির বেশি ঘর পুড়ে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, উখিয়ার ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।