কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ এ পদার্থ বিজ্ঞানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রথমে পদার্থ বিজ্ঞান বিভাগ প্রথমে ব্যাটে নেমে ১১ ওভার ৫ বল খেলে ১০ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। প্রতিপক্ষ দল ১২০ রানের টার্গেটে নেমে ১১ ওভার ৩ বলে ৪ উইকেট হাতে রেখে জয় লাভ করে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ।
এতে ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে মনোনীত হন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী জয় রাজবংশী এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হিসেবে মনোনীত হন একই বিভাগের শিক্ষার্থী তালহা চৌধুরী।
খেলা শেষে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ও ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়।
এসময় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল, আম্পায়ার, ম্যান অব দ্যা ম্যাচ, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট এর পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ক্রিকেট টিম গঠন করতে চাই। আমরা যেনো জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারি। আমাদের মাঠ একটু রিপ্যায়ার করা দরকার, সেটা করে দিব। ক্রীড়া ক্ষেত্রে যত সাহায্য সহযোগিতা লাগে দেব। আমরা যে তিনটি মাইল ফলকের কথা বলেছি তা খুব শীঘ্রই বাস্তবায়ন করব। খেলাধুলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি।'
ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান, হাসেনা বেগম, আবু ওবায়দা রাহিদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোহাম্মদ জুলহাস মিয়া, শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম প্রমুখ।