ফেনীতে ১৬৯ বস্তায় প্রায় ৮ হাজার ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে ফেনীর ভারত সীমান্তবর্তী উপজেলা ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের নির্মাণাধীন ভবন থেকে এ সব চিনি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মামুন মজুমদার। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে দুই জন পালিয়ে যায়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এ চোরাই পণ্য উদ্ধার করে। উদ্ধার হওয়া ৮ হাজার ১০০ কেজি চিনির আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। মামুন মজুমদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন সময় সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করা এ সব চিনি মজুদ করা হয়েছিল। নির্মাণাধীন ভবনে মাছের খাবার মজুদ রাখা হতো বলে জানতেন এলাকাবাসী। অবৈধ চিনির ব্যবসার বিষয়ে অবগত ছিলেন না বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন।