খেলাধুলা

‘পিএসএল মিনি আইপিএলের মতো’

বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের বাকি সব ফ্র্যাঞ্চাইজি লিগের থেকে বেশ এগিয়ে ভারতের এই ঘরোয়া টি-টোয়েন্টি আসর। ভারতের দেখাদেখি পাকিস্তানও আয়োজন করছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই আসরকে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম ‘মিনি আইপিএল’ বলে উল্লেখ করেছেন।

যদিও আইপিএলের সঙ্গে পিএসএলের কোনো তুলনাই চলে না। তাও নিজ দেশের জনপ্রিয় এই আসরকে নিয়ে ‘সুলতান অব সুইং’ খ্যাত এই কিংবদন্তি বলেন, ‘আইপিএল বিশাল কিছু। পাকিস্তানেও পিএসএল নিঃসন্দেহে অনেক বড় কিছু। এটা পাকিস্তানে মিনি আইপিএলের মতো।’

আইপিএল শুরু হয় ২০০৮ সালে। এর আট বছর পর ২০১৬ সালে যাত্রা শুরু করে পিএসএল। মূলৎ প্রথম আসরের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বে আর কোনো পাকিস্তানি আইপিএলে সুযোগ না পাওয়ার জের ধরেই পাকিস্তান শুরু করে পিএসএল। 

এক সময় আইপিএলে কাজ করেছেন ওয়াসিম। পরে পিএসএলেও ছিলেন। তাই সামনে থেকে দেখেছেন দুই দেশের দুই লিগের মান। দুই লিগের তুলনা হয় না উল্লেখ করে ভারতীয় ওয়েবসাইট স্পোর্টসকিডার সঙ্গে আলাপকালে ওয়াসিম আরও বলেন, ‘দুটিতেই কাজ করেছি। আইপিএল ও পিএসএলের আসলে তুলনা হয় না।’

ক্রিকেট ছাড়ার পর কোচ, ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে কাজ করছেন ওয়াসিম।  জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব আসলে কোনটি বেছে নিবেন জানতে চাইলে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া। তবে সেটি আমার স্ত্রীর কারণে নয়। কারণ, অস্ট্রেলিয়ায় চাপ কম থাকবে। আমি আমার কাজ করতে পারবো।’