ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী শামীম হকের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে ফরিদপুর এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের শেখ রাসেল স্কয়ারে কিছুক্ষণ অবস্থান নেন করেন তিনি। পরে তিনি ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হককে নিয়ে নির্বাচনি প্রচারণায় যান।
সাকিব আল হাসান ফরিদপুর শহরের আলিপুর রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ছাদ খোলা মাইক্রোবাস থেকে সাধারণ মানুষের মধ্যে নৌকার পক্ষে লিফলেট বিতরণ করেন। তিনি শহরের নিউমার্কেট, চকবাজার, জনতা ব্যাংকের মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন এবং দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সাকিব আল হাসান মাগুরা-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী মো. আব্দুর রহমানের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকে নির্বাচন করছেন।