খেলাধুলা

কষ্টের জয়ে শেষ ষোলোতে বার্সা

স্প্যানিশ কোপা ডেল রের ‘রাউন্ড অব ৩২’ তথা শেষ-৩২ এর ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। চতুর্থ বিভাগের দল বার্বাস্ত্রোকে হারিয়েছে ৩-২ গোলে। অবশ্য জয়টা সহজে আসেনি। কাতালানরা শুরুতে এগিয়ে গেলেও ভালোই চ্যালেঞ্জ ছুড়েছিল হুয়েস্কার ৯০ বছরের পুরনো ক্লাবটি।

এদিন ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় বার্সা। এ সময় রাফিনহার বাড়িয়ে দেওয়া ক্রস থেকে গোল করেন ফারমিন লোপেজ। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। এবার তাকে গোলে সহায়তা করেন অভিষেক হওয়া হেক্টর ফোর্ট।

তবে ৬০ মিনিটের মাথায় আদ্রিয়া ডি মেসা গোল করে উজ্জীবিত করেন সমর্থক ও সতীর্থদের। তবে ৮৮ মিনিটে বদলি হিসেবে নামা রবার্ত লেভানডোফস্কি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ মুহূর্তে আরও একটি গোল শোধ দেয় বার্বাস্ত্রো। এ সময় মার্ক প্রাট পেনাল্টি থেকে গোল করেন। কিন্তু বার্সাকে ৩-২ ব্যবধানের জয় তুলে নেওয়া থেকে বিরত রাখতে পারেননি তারা।

কোপা ডেল রের শেষ ষোলো নিশ্চিত করা বার্সেলোনা এখন স্প্যানিশ সুপার কাপে মনোনিবেশ করবে। যেটা ১১ জানুয়ারি থেকে সৌদি আরবে শুরু হবে। যেখানে তাদের লড়তে হবে ওসাসুনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে।