খেলাধুলা

এবার ‘এমপি’ সাকিবের বিপিএলের লড়াই শুরু

সকালে মিরপুর এসে দুপুর সাড়ে ১২টা নাগাদ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হাজির হন সাকিব আল হাসান। মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই ফিটেনেসের কাজ সেরে এবার সাকিব নেমে পড়লেন ব্যাটিংয়ে। 

এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি শুরু করলেন সাকিব। রংপুর রাইডার্সের হয়ে আজ মঙ্গলবার (০৯ জানুয়ারি) অনুশীলন শুরু করেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজেদের মাঠে আজই প্রথম বিপিএলের দশম আসরের প্রস্তুতি শুরু করে রংপুর। 

সাকিব শুরুতে মিরপুরে যান। দেখা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে। মিরপুরে কিছুক্ষণ থাকার পর সাকিব চলে আসেন বসুন্ধরায়। 

প্রথমদিন সাবলীলভাবে কাটিয়েছেন সাকিব। শুরুতে শুধু ব্যাট হাতে মাঠে নেমে শ্যাডো করেন, কুশল বিনিময় করেন। কিছুক্ষণ পর প্যাড পরে ব্যাটিং করতে আসেন। সাকিব নেটে লম্বা সময় ধরে ব্যাটিং করেন। ধীরে ধীরে শুরু করার পর তাকে জোরালো শট খেলতেও দেখা গেছে। 

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া আঙুলের চোটের পর গতকাল প্রথম ব্যাটিং করেন সাকিব। ইনডোরের নেটে প্রায় ২০ মিনিট ব্যাটিং করেন তিনি। এবার শুরু হলো জোর প্রস্তুতি।