নাইট ক্লাবে এক তরুণিকে যৌন হেনস্থার অভিযোগে ৯ বছরের কারাদণ্ড হয়েছে ব্রাজিল ও বার্সেলোনার ফুটবলার দানি আলভেসের। গেল এক বছর ধরে কারাগারে আছেন তিনি। এমন সময় ব্রাজিল ও বার্সা সতীর্থের পাশে দাঁড়ালেন নেইমার দ্য সিলভা জুনিয়র। আলভেসের মুক্তির জন্য নিজ পকেট থেকে দিলেন ১ লাখ ৫০ হাজার ইউরো তথা ১ কোটি ৮১ লাখ টাকা।
জানা গেছে, যে তরুণি আলভেসের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা করেছেন তিনি শারীরিক ও মনোজাগতিক হেনস্থার ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ৫০ হাজার ইউরো দাবি করেছেন। এই অর্থ দিলে তিনি মামলা তুলে নিবেন এবং আলভেস মুক্তি পাবেন।
এই বিষয়টি জানতে পেরে নেইমারের আর্থিক ও আইনগত সহায়তা করতে এগিয়ে আসেন। জানা গেছে সাবেক পিএসজি তারকার বাবা ইতোমধ্যে টাকাগুলো পাঠিয়ে দিয়েছেন। আশা করা যাচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি মুক্তি পাবেন আলভেস।
২০২২ সালের ডিসেম্বরে দানি আলভেসের বিরুদ্ধে মামলা করেন ২৩ বছর বয়সী ওই তরুণি। এরপর তদন্ত শেষে ২০২৩ সালের ২০ জানুয়ারি গ্রেপ্তার হন এবং সেই থেকে বার্সেলোনার ব্রিয়ান্স কারাগারে আছেন আলভেস।
মামলায় উল্লেখ করা হয়, সুটন নাইট ক্লাবের বাথরুমে ২৩ বছর বয়সী ওই তরুণিকে যৌন হেনস্থা করেন আলভেস।