খেলাধুলা

হাসারাঙ্গা-কুসলে সিরিজ শ্রীলঙ্কার

ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কুসল মেন্ডিসে জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো শ্রীলঙ্কা।

কলম্বোতে বৃষ্টিবিঘ্নিত শেষ ম্যাচে জিম্বাবুয়ে আগে ব্যাট করে হাসারাঙ্গার ঘূর্ণি জাদুতে মাত্র ৯৬ রানে অলআউট হয়। জবাবে অধিনায়ক কুসলের অপরাজিত ৬৬ রানের ইনিংসে ভর করে ১৬.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়া করতে নেমে আভিশকা ফার্নান্দো শূন্যরানে ও শিভন দানিয়েল ১২ রান করে আউট হন। এরপর কুসল ও সাদিরা সামারাবিক্রমা দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৯ চার ও ১ ছক্কায় অপরাজিত ৬৬ করেন কুসল। আর ১ চারে অপরাজিত ১৪ রান করেন সামারাবিক্রমা।

বল হাতে রিচার্ড এনগ্রাভা ও ওয়েলিংটন মাসাকাদজা ১টি করে উইকেট নেন।

তার আগে হাসারাঙ্গার বোলিং তোপের মুখে জিম্বাবুয়ের ছয়জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা ছোঁয়ার আগে আউট হন। বাকিদের মধ্যে জয়লর্ড গুম্বি ৪ চারে সর্বোচ্চ ২৯ রান করেন। তাকুদজোয়নাশে কাইতানো করেন ১৭ রান। এছাড়া লুক জংউয়ি ১৪, ওয়েলিংটন মাসাকাদজা ১১ ও সিকান্দার রাজা করেন ১০ রান।

৫.৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৯ রান দিয়ে হাসারাঙ্গা ক্যারিয়ার সেরা ৭ উইকেট শিকার করেন। এর বাইরে ১টি করে উইকেট নেন দিলশান মদুশঙ্ক, মাহিশ থিকশানা ও জানিথ ও লিয়ানাগে।

ম্যাচসেরা হন হাসারাঙ্গা। সিরিজ সেরা হন জানিথ লিয়ানাগে।