আন্তর্জাতিক

বলভিয়ায় বাস-ভ্যানের সংঘর্ষে নিহত ৭

দক্ষিণ আমেরিকার দেশ বলভিয়ায় যাত্রীবাহী ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, বলভিয়ার ওরোরোর পশ্চিম বিভাগের চাল্লাপাতা শহরের কাছে দুটি গণপরিবহন- একটি ভ্যান ও একটি বাসের মধ্যে গতকাল শনিবার এ সংঘর্ষ ঘটে। 

যাত্রীবাহী ভ্যানটি বিপরীত লেনের দিকে চলে যায় এবং তারিজা থেকে লা পাজগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে ৬ জন ভ্যানের যাত্রী এবং একজন বাসের যাত্রী।

স্থানীয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ার করা ছবিতে দেখা গেছে, সংঘর্ষে ভ্যানটি দুমড়েমুচরে গেছে এবং বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।