খেলাধুলা

চোখের ডাক্তার দেখাতে আজ লন্ডন যাবেন সাকিব

চোখের সমস্যার কারণে বিশ্বকাপ চলাকালীন ভারতে দু’বার চিকিৎসা করিয়েছিলেন সাকিব আল হাসান। দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রেও। কিন্তু সমস্যা কাটেনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতিতে আবারও সমস্যা দেখা দেওয়াতে এবার লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

রাইজিংবিডিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। এবারের বিপিএল শুরু হবে ১৯ জানুয়ারি। জানা গেছে চিকিৎসক দেখিয়ে এর মধ্যেই তিনি ঢাকায় ফিরবেন।

মাগুরা-২ আসন থেকে সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পরদিন থেকে সাকিব অনুশীলন শুরু করেন। এবারের বিপিএলে তাকে দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে। অনুশীলনে তাকে চশমা পরে ব্যাটিং করতে দেখা গেছে।

এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে সাকিব জানিয়েছিলেন তার চোখের সমস্যা হওয়ার কথা। স্নায়ুচাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল সাকিবের। যে কারণে ব্যাটিংয়ের সময় সাকিবের সমস্যা হচ্ছিল।