রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবাই বটতলা মিশনে মা মারিয়ার তীর্থ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় খ্রীষ্টভক্তদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। পরে আরাধনা করা হয়। এরপর পর্বীয় খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খ্রীষ্টযাগ উৎসর্গ করেন কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি রোজারিও ও বিশপ জের্ভাস রোজারিও। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও, পাল-পুরোহিত ফাদার স্বপন পিউরিফিকেশন, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী এই গ্রামে প্রবেশ করে। তখন খ্রীষ্টান ধর্মের অনুসারীরা মিশনে মা মারিয়ার প্রতিকৃতির কাছে গিয়ে সাহায্য চান। খ্রীষ্ট ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, আশ্চর্যজনকভাবে সেদিন মা মারিয়ার মধ্যস্থতায় পাক হানাদার বাহিনীর হাত থেকে সবাই রক্ষা পান। এই বিশ্বাস থেকে প্রতি বছর ১৬ জানুয়ারি দিনটি স্মরণ করে আসছেন তারা।