২০২৩ সালে সারা দেশে ৪ হাজার ৪৫৩টি অভিযান চালিয়ে ৯ হাজার ৯৩৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় জব্দ করা হয়েছে ৯৫ লাখ ২৯ হাজার ৪১৯ পিস ইয়াবা, ১২৭ কেজি হেরোইন, ১ লাখ ২৩ হাজার ৫৪ বোতল ফেনসিডিল এবং ১৪ হাজার ৭০০ বোতল বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইনের পাশাপাশি বর্তমানে আইস বা ক্রিস্টাল মেথ, এলএসডিসহ নতুন কিছু মাদকের প্রচলন দেখা যাচ্ছে।
র্যাব জানিয়েছে, ইতোমধ্যে ৬১ কেজির বেশি আইস জব্দ করা হয়েছে। ক্রিস্টাল মেথ বা আইসে ইয়াবার মূল উপাদানে এমফিটামিনের পরিমাণ অনেক বেশি থাকে। তাই, আইস মানবদেহে ইয়াবার চেয়েও বহু গুণ ক্ষতি করে। এটি সেবনের ফলে অনিদ্রা, অতি উত্তেজনা, স্মৃতিভ্রম, মস্তিস্ক বিকৃতি, স্ট্রোক, হৃদরোগ, কিডনি ও লিভারের জটিলতা এবং মানসিক অবসাদ ও বিষণ্নতা দেখা দেয়। এর ফলে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়। শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব আছে। এই মাদকের প্রচলনের ফলে তরুণ-তরুণীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হচ্ছে। মাদকে আসক্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
গত বছরের উল্লেখযোগ্য মাদকবিরোধী অভিযান:
২ ফেব্রুয়ারি রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১২ এর একটি আভিযানিক দল গাজীপুরের কালিয়াকৈর ও নওগাঁয় অভিযান চালিয়ে ৫ কোটি টাকা দামের ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ মাদক চক্রের অন্যতম হোতা মো. শাকিবুর রহমান, মোসা. রাজিয়া খাতুন, মোসা. সেলিনা খাতুনকে গ্রেপ্তার করে। ৬ মে রাতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজারের উখিয়ার পালংখালির সফিউল্ল্যাহ কাটা সংলগ্ন এলাকার ইরান মাঝির আস্তানায় অভিযান চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় আনুমানিক ১২০ কোটি টাকা দামের ২৪.২ কেজি ভয়ঙ্কর মাদক আইসসহ কক্সবাজারকেন্দ্রিক আইস চোরাচালানের অন্যতম হোতা ইমরান ওরফে ইরান মাঝি ও তার সহযোগী মো. রুবেল ওরফে ডাকাত রুবেল, মো. আলাউদ্দিন, জয়নাল আবেদীন ওরফে কালা বদাকে গ্রেপ্তার করে। ২১ মে র্যাব-৯ এর একটি আভিযানিক দল হবিগঞ্জের মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে ২০২ কেজি গাঁজা জব্দ ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ২৯ মে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং ৯ লাখ পিস ইয়াবা জব্দ করে। ২০ নভেম্বর র্যাব-১৫ এর একটি দল বান্দরবান সদরের হাফেজ ঘোনা এলাকায় চালিয়ে ৩ কোটি টাকা দামের ৩.২ কেজি আফিম জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।