আন্তর্জাতিক

বলভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৯

দক্ষিণ আমেরিকার দেশ বলভিয়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম বলিভিয়ার লা পাজ ও অরুরো শহর সংযোগকারী হাইওয়েতে মঙ্গলবার পণ্যবাহী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে বাসটির ৩ জন যাত্রী নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

রুরাল ও বর্ডার পুলিশের প্রধান মিগুয়েল হিডালগো স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, আহতদের মধ্যে অনেককে পাটাকামায়া এবং এল আল্টো শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উভয় গাড়ির চালক ও বেশ কয়েকজন যাত্রী অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, লা পাজ শহরের পাটাকামায়া এলাকার কাছে ‘চালকদের একজনের বেপরোয়াতার ফলে’ উভয় গাড়ি একই লেনে চলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়।