গাইবান্ধায় তিন দিনব্যাপী ইজতেমা বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শুরু হবে। জেলার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট সংলগ্ন ইটভাটা মাঠে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের আয়োজনে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় অংশ নিতে যেসব মুসল্লিরা আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ এই ইজতেমা।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ইজতেমা মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন পুলিশ সুপার কামাল হোসেন। এসময় জেলা তাবলীগ জামাতের নেতাদের পাশাপাশি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা প্রমুখ।