সুন্নতে খৎনা করাতে গিয়ে ছয় বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় নিবন্ধন না থাকার অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর বাড্ডা সাতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্যক্রম। এ ঘটনায় ইউনাইটেড মেডিক্যাল কলেজ পরিদর্শন ও তদন্ত করার জন্য নতুন করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
বুধবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ওই মেডিক্যাল কলেজ পরিদর্শন এবং ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, সভাপতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আমীর হোসাইন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা) ডা. সায়মা আখতার চৌধুরী।
আদেশে আরও বলা হয়েছে, উক্ত কমিটি আজ (বৃহস্পতিবার) ইউনাইটেড মেডিক্যাল কলেজ পরিদর্শন ও তদন্ত করবেন এবং আগামী দুই কর্মদিবসের মধ্যে মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
এর আগে গত ১১ জানুয়ারি শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর স্বপ্রণোদিত হয়েই একটি তদন্ত কমিটি গঠন করে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নাতে খৎনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।