টাঙ্গাইলের গোপালপুরে পারিবারিক কলহের জের ধরে আছমা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার (২১ জানুয়ারি) ভোরে উপজেলা সদরের সুন্দর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘাতক স্বামী ফজলুল তালুকদারকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ফজলুল ওই এলাকার নুরু তালুকদারের ছেলে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফজলুল তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন ভূইয়া জানান, পারিবারিক কলহের জের ধরে ভোরে স্ত্রী আছমা বেগমকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ফজলুল। পরে স্থানীয়রা টের পেয়ে ফজলুলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত ফজলুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই হত্যার সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।