ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা প্রায় ২৫ হাজারে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজায় ২৪ হাজার ৯২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬২ হাজার ৩৮৮ মানুষ।
বিবৃতিতে বলা হয়, তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৮২ জন। ইসরায়েলি বাহিনী তাদের হামলা চালিয়ে যাওয়ার কারণে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা শনিবার জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের উত্তর-পূর্বে আল-কারারা শহরে ইসরায়েলি বাহিনী একাধিক বাড়ি উড়িয়ে দিয়েছে। এসময় বেশ কয়েকজন নিহত ও অন্যরা আহত হয়।
এছাড়া ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের পূর্ব ও দক্ষিণে বনি সুহাইলা, আল-জানা, আবাসান এবং বাতন আল-সামিন এলাকায় তীব্র বিমান হামলা চালিয়েছে। উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শহরও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে।