খেলাধুলা

অস্ট্রেলিয়ার ‘সুইপলজিস্ট’ বিপিএল অভিষেক মাতাতে চান

স্বীকৃত টি-টোয়েন্টির ক্যারিয়ার এতোটাও ঝলমলে নয়। ১১৪ ম্যাচে খেলে রান করেছেন ২০৯০। যেখানে ব্যাটিং গড় ২৭.৫০। আর স্ট্রাইক রেট ১২৬.৭৪। সবই গড়পড়তা। উল্লেখযোগ্য পারফরম্যান্সও খুব একটা নেই। তবুও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রসকে নিয়ে আলোচনা থাকে সবসময়ই। কেননা সুইপ শটটা তিনি যে খুব দারুণ খেলেছেন। একেবারে পিকচার পারফেক্ট। তাই তার নামের পাশে ধারাভাষ্যকাররা ‘সুইপলজিস্ট’ উপাধিটা জুড়ে দিয়েছেন।

অস্ট্রেলিয়াতে তার পরিচয়টা ‘সুইপলজিস্ট’ হিসেবে। তাসমান পাড় থেকে ঢাকা, অ্যালেক্স রসের পথ মিলিয়ে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথমবার তাকে খেলাতে উড়িয়ে এনেছে দুর্দান্ত ঢাকা। গতকাল ঢাকায় নেমে আজ দলের সঙ্গে করেছেন অনুশীলন।

সপ্তাহখানেক আগেও অ্যালেক্স রস ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে। তার দল সিডনি থান্ডার লিগের প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। বিপিএল খেলার প্রস্তাব পাওয়ায় লুফে নিতে দ্বিতীয়বার চিন্তা করেননি। বিপিএলে খেলার রোমাঞ্চের অপেক্ষায় আছেন এই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান তা ফুটে উঠল তার কথার, ‘খুবই রোমাঞ্চিত। সবকিছুই খুব দ্রুত হয়ে গেল। আমি এখন দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। আমি টিভিতে বিপিএল দেখেছি কিছুটা। প্রথম ম্যাচটা ফ্লাইটে বসে দেখেছি। ছেলেরা খুব ভালো খেলেছে। আমি দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।’

এর আগে সিপিএল ও এসএলপিএলে খেলেছেন রস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেসবের অভিজ্ঞতা ৩১ বছর বয়সী ক্রিকেটার কাজে লাগাতে চান, ‘আমি আজ নেটে লম্বা সময় ব্যাটিং করেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছি গত বছর। ওইখানে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা এখানে কাজে দেবে। অনুশীলন উইকেটে অনেক মিল। তবে আমি দলের খেলোয়াড়দের কাছ থেকে শুনেছি, ম্যাচের উইকেট কিছুটা ভালো।’

যে সুইপ শটের জন্য রস বেশি পরিচিত সেই সুইপ শট বিপিএলেও যে কার্যকর হবে মনে করেন রস, ‘আমার মনে হয়, সুইপ এখানে খুব কার্যকর হবে। আপনি ক্রিজ ছেড়ে খেলতে চাইবেন না খুব একটা। সুইপ ও রিভার্স সুইপ—এভাবে যদি কিছু বাউন্ডারি পাওয়া যায়, সে চেষ্টা করব। বিশেষ করে অল্প রানের ম্যাচে আপনি যদি স্পিনের বিপক্ষে চাপ সৃষ্টি করতে পারেন, তাহলে ভালো। আশা করি, আমি সেটা করতে পারব।’