অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ।তাতে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের সামনে হয়ে দাঁড়িয়েছে ডু অর ডাই। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।বাংলাদেশ সময় বেলা দুইটায় ম্যাচটি শুরু হবে।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে ৮৪ রানে হারলেও আয়ারল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। তাতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তারা। সুপার সিক্সে যেতে হলে এই ম্যাচে রাব্বিদের জয় পাওয়াটা খুব জরুরি।
খুশির খরব হলো, বাংলাদেশের বিপক্ষে জয়ের রেকর্ড নেই আয়ারল্যান্ড যুবাদের। আগের সাতবারের মুখোমুখি সব কয়বারই জিতেছে বাংলাদেশ। যদিও ১৪ বছর ধরে এই দুটি দল একে অপরের মুখোমুখি হয়নি। সবশেষ ২০১০ সালে নেপিয়ারে খেলেছিল তারা। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৯৫ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশ একাদশ: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, রাফি উজ্জামান রাফি ও মারুফ মৃধা।