গত বছর ‘পাঠান’ সিনেমায় ‘বেশরম’ গানে খোলামেলা পোশাকে হাজির হয়ে হইচই ফেলে দেন দীপিকা পাড়ুকোন। গেরুয়া রঙের বিকিনি পরায় সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়েছিল সিনেমাটি। তার অভিনীত নতুন সিনেমা ‘ফাইটার’। এ সিনেমার ‘আপত্তিকর দৃশ্য’ ও ‘সংলাপ’ কর্তন করেছে ভারতীয় সেন্সর বোর্ড।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, হৃতিক-দীপিকা অভিনীত ‘ফাইটার’ সিনেমার ইউ/এ সার্টিফিকেট দিয়েছে। বেশ কিছু কর্তনের পর গত ১৯ জানুয়ারি ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্র দেয়।
সিনেমাটিতে চারটি পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। প্রথমত, ধূমপানবিরোধী বার্তাটি হিন্দি ভাষায় দেওয়ার। দ্বিতীয়ত, দুটো আপত্তির শব্দ মিউট করা। যার একটি ৫৩ মিনিটে, দ্বিতীয়টি ১ ঘণ্টা ১৮ মিনিটে রয়েছে। তৃতীয়ত, যৌন আবেদনময়ী দৃশ্য কর্তন করা। এ দৃশ্যটি ৮ সেকেন্ড দৈর্ঘ্যের। সম্ভবত, অন্য কোনো উপযুক্ত দৃশ্য এখানে ব্যবহার করবেন পরিচালক। চতুর্থ, ২৫ সেকেন্ড দৈর্ঘ্যের একটি অডিও কর্তন করা হয়েছে।
‘ফাইটার’ সিনেমার গান দেখতে ক্লিক করুন
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমা আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে। এখনো মুক্তির কয়েক দিন বাকি। এরই মধ্যে টিকিট বিক্রির হিড়িক পড়েছে। প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রায় ৪ কোটি রুপি।
বড় বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।