দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বেগম খালেদা জিয়াসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে নাটোরে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কর্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মহিলা দলের সভাপতি সুফিয়া হক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচন সাধরণ জনগন ও বিদেশিরা প্রত্যাখান করেছে। এ সরকার শুধু প্রশাসনের ওপর ভর করে ক্ষমতা দখল করে আছে। আজ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে দাম তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষদের নিয়ে বিএনপির নেতাকর্মীরা এই সরকারকে উতক্ষাত করবে।