জাতীয়

পল্লবীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর পল্লবীতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার পরে তারা ১০ নম্বর ঝুটপটি এলাকায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান রাইজিংবিডিকে বলেন, মনোয়ারা গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। 

এদিকে, সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে।